মহিউদ্দিন চৌধুরী ছিলেন গণমানুষের নেতা: মেয়র নাছির

প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি  করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -

রোববার (১৫ ডিসেম্ব)  দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, মহিউদ্দিন চৌধুরী আমৃত্যু জনকল্যাণে কাজ করেছেন। নির্যাতিত,  নিপীড়িত মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। চট্টগ্রামের স্বার্থ রক্ষায় কোনদিন আপোষ করেননি।

আ জ ম নাছির বলেন, ছাত্ররাজনীতি দিয়ে হাতেকড়ি হয়েছিলো মহিউদ্দিন ভাইয়ের। পরবর্তীতে শ্রমিক রাজনীতির মাধ্যমে হাল ধরেন আওয়ামী রাজনীতির। বঙ্গবন্ধু হত্যার পর যখন কেউ প্রতিবাদ করতে পারেনি, ঘর থেকে বের হতে পারেনি তখন মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে প্রথম প্রতিবাদ করেছেন।

- Advertisement -islamibank

মহিউদ্দিন চৌধুরীর আদর্শ শুধু মুখে বললে হবে না হৃদয়ে ধারণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, মহিউদ্দিন ভাইয়ের আদর্শকে ধারণ করতে হবে। তার দেখানো পথে চলতে হবে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসন আমু, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন   প্রমুখ।

জয়নিউজ/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM