২৪ ঘণ্টার ব্যবধানে খাগড়াছড়িতে আবারো অস্ত্র উদ্ধার

খাগড়াছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পল্টনজয়পাড়া এলাকায় বিশেষ অভিযানে ১টি ভারতীয় রাজপুত ম্যাগনাম শটগান ও ৩০ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করে পুলিশ।

- Advertisement -

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিশেষ অভিযানে নিতু চাকমা (৩৫) এবং পলিময় ত্রিপুরা (৩৪) নামে দুই যুবককে আটক করা হয়।

- Advertisement -google news follower

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, উভয়ই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সঙ্গে জড়িত।

আটক নিতু চাকমা ২০১৮ সালের ৪ মে রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকাণ্ডের আসামি।

- Advertisement -islamibank

খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশীদ জানান, অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের কথা শুনেছি।

জয়নিউজ/সবুজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM