সত্যপ্রিয় মহাথের ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও গুণী ব্যক্তি: কমল

সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ছিলেন দেশের একজন সর্বজন শ্রদ্ধেয় একজন গুণী ব্যক্তি। এ গুণী ব্যক্তিকে প্রধানমন্ত্রীও সম্মান করতেন। তিনি ছিলেন আমার অভিভাবকদের মধ্যে অন্যতম ব্যক্তি।

- Advertisement -

একুশে পদকপ্রাপ্ত, বৌদ্ধদের উপ-সংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিয়ে স্থান পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি প্রিয়রত্ন মহাথের, কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভিক্ষু শীলপ্রিয় থের, প্রধান সমন্বয়কারী তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, যুবলীগ নেতা পলক বড়ুয়া, সরকারি কর্মকর্তা বাবুল বড়ুয়া, শিক্ষক কিশোর বড়ুয়া, সীপন বড়ুয়া, ব্যোমকেশ বড়ুয়া, অরূপ বড়ুয়া কালু মেম্বার, লিটন বড়ুয়া মেম্বার, চিত্রশিল্পী পুলক বড়ুয়া ও প্রবাল বড়ুয়া নিশানসহ মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

পরিদর্শন শেষে এমপি কমল রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার মিলনায়তনে উদযাপন পরিষদের নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, আগামী ২৭, ২৮, ২৯ ফেব্রুয়ারি উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/খালেদ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM