শাহ আমানতে স্বর্ণসহ আটক ২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণসহ দুইজনকে আটক করেছে কাস্টম কর্মকর্তারা।

- Advertisement -

রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টা ত্রিশ মিনিটের দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জয়নিউজকে জানান, মাসকাট থেকে চট্টগ্রাম আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুই যাত্রীর কাছে অবৈধ স্বর্ণ ছিল-এমন তথ্যের ভিত্তিতে সতর্ক হয় কাস্টমস কর্মকর্তারা। পরে স্ক্যানিংয়ের সময় একটি ব্যাগ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ফ্রাইপ্যানের হাতলে ভেতর লুকানো ছিলো এসব স্বর্ণ। পরে হাতল ভেঙ্গে উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১ কেজি ১৬০ গ্রাম।

- Advertisement -islamibank

এ ঘটনায় রাঙ্গুনিয়ার মো. কামাল উদ্দিন (৪০) ও ফটিকছড়ির মো. আসাদুজ্জামানকে (২৮) তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। পরে কাস্টমস কর্মকর্তারা পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

 

জয়নিউজ/এমএফ/এসআই

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM