বাঁশখালীর চাম্বলে গণধর্ষণসহ তিন মামলার আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২২ ডিসেম্বর) বিকাল তিনটায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পুতুইয়া বাঁশখালীর পূর্ব চাম্বলের মো. কালু ছেলে।
র্যাব জানায় বাঁশখালীর শেখেরখীর রাস্তার মাথা বাজারের শেখেরখীল ছনুয়া-কুতুবদিয়া পাকা রাস্তায় গাড়ি তল্লাশি চালায়। চাম্বল হতে শেখেরখীলের দিকে আসা একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক হলে সিএনজিকে থামানোর সংকেত দেয় র্যাব।
এসময় ড্রাইভার অটোরিকশাটি রাস্তার পাশে থামিয়ে ৩/৪জন ব্যক্তি সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়াকে (৩০) গ্রেপ্তার করে। পরে ২/৩ জন সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে পুতুইয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ভেতরে লুকানো অবস্থায় একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এসময় তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে চাম্বলের চূড়ান্তমোড়া খালের ব্রিজের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে একটি একনলা বন্দুক লুকানো আছে বলে স্বীকার করে পুতুইয়া।
র্যাব আরও জানায় গ্রেপ্তারকৃত আসামি পুতুইয়ার বিরুদ্ধে বাঁশখালী থানায় গণধর্ষণসহ তিনটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও আসামিকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।