কাশ্মীর সীমান্তে পাক-ভারত গোলাগুলি, নিহত ৫

ভারত অধ্যুষিত কাশ্মীরের রামপুরের দেওয়া এলাকায় ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের ২ এবং ভারতের ৩ সেনা নিহত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -google news follower

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বুধবার (২৫ ‍ডিসেম্বর) দিউয়া এলাকায় ভারতীয় বাহিনী হামলা চালায়। এতে দুই পাক সেনা নিহত হয়। এর জবাবে গুলি ছোড়ে পাকিস্তান। সীমান্তের হাজি পির এলাকায়ও দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। একে ‘বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

জবাবে পাকিস্তানি সেনারা ভারতের হাজি পীর সেক্টরে একটি পোস্ট ধ্বংস করে। তাদের দাবি, এ হামলায় এক সুবেদারসহ ৩ ভারতীয় সেনা নিহত হয়।

- Advertisement -islamibank

অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, বুধবার রামপুর এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে গুলি করে পাকিস্তানি সেনাবাহিনী। এর জবাবে গুলি ছোড়ে ভারতীয় বাহিনী।

জয়নিউজ/এসআই

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM