রামুতে পিকনিকের বাস খাদে, আহত ৩৫

কক্সবাজারের রামুর আরকান সড়কের লম্বা ব্রীজ এলাকায় একটি পিকনিকের বাস খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছে।

- Advertisement -

শনিবার (১৮ জানুয়ারী) ভোরে সাব্বির এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে পড়ে যায়। এসময় বাসে থাকা ৩৫ জন যাত্রী আহত হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

- Advertisement -google news follower

রামুতে পিকনিকের বাস খাদে, আহত ৩৫ | 20200118 083357

ওই বাসের যাত্রী ঢাবি ছাত্র নাজমুল হাসান জানান, বরিশাল, পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে স্টুডেন্ট ওয়েবের ব্যানারে দুইটি বাস নিয়ে তারা ঢাকা থেকে সেন্টমার্টিন ভ্রমণে এসেছিল। আহতরা সবাই বরিশাল, পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবি।

- Advertisement -islamibank

তিনি জানান, বাসের যাত্রীরা ভোরে ঘুমে আছন্ন ছিলেন। হঠাৎ বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা সবাই আহত হয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়ালিউর রহমান ও ডা. অনিক বড়–য়া জানান, ভোর ৬টার দিকে সড়ক দূর্ঘটনায় আহত ৩৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত  ১৮জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জয়নিউজ/খালেদ শহীদ/পিডি

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM