বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা শুরু

নগরে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা।

- Advertisement -

২৫ জানুয়ারি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরপিতা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

উদ্বোধক ছিলেন এটিএন বাংলা চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ও  চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর, সিজেকেএস সহসভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী এমজেএফ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশীদ শিকদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের জোনাল হেড মো. হাফিজুর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইউসুফ, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর , জহির আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, নাসির মিঞা, মনোরঞ্জন দে, রেখা আলম চৌধুরী, সিজেকেএস হকি কমিটির সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, ভাইস চেয়ারম্যান হকি কমিটি ডেরিক র‌্যান্ডলফ এবিএম খালেদুজ্জামান দাদুল, যুগ্ম সম্পাদক মকসুদুর রহমান বুলবুল, নিজাম উদ্দিন নিজু, সদস্য মাসুদুল ইসলাম, কাজী মঈনুল হোসাইন, মুশফিকুর রহমান আরমান, আল-হাসান মঞ্জু, আনিসুর রশিদ, আল মামুনুল করিম, সিজেকেএস কাউন্সিলর আলী হোসেন রাজু, আনজুমান আরা, আব্দুর রশীদ লোকমান, রায়হান উদ্দীন রুবেল, ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ও সালাউদ্দীন জাহেদ।

- Advertisement -islamibank

পরে উদ্বোধনী খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ১০-১ গোলে সোনাপুর উচ্চ বিদ্যালয় ফেনীকে পরাজিত করে। বিজয়ী দলের অর্পন ৫টি, সৃজন ২টি এবং প্রিতম ৩টি গোল করে। সোনাপুর স্কুলের পক্ষে একমাত্র গোলটি করে রোমান।

প্রসঙ্গত, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM