সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট দেখতে চাই: ব্রিটিশ হাইকমিশনার

দুই সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

- Advertisement -

রোববার (২৬ জানুয়ারি) বিকালে রাজধানীর গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

ডিকসন বলেন, ‘আমরা চাই দুই সিটির নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হোক। আমি আশা করবো, একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি। তবে নির্বাচন কেন্দ্র করে কোনো প্রার্থীর ওপর হামলা কিংবা সংঘর্ষের ঘটনা মোটেও প্রত্যাশিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমি সব মেয়র প্রার্থীর সঙ্গে দেখা করছি। এরই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সঙ্গে দেখা করতে এসেছি। আমি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা কীভাবে নির্বাচন পরিচালনা করছেন সে বিষয়েও জেনেছি।’

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM