একটি ফোনে রক্ষা পেল প্রবাসীর প্লট

নগরের বায়েজিদে রাতের আঁধারে প্রবাসীর প্লট দখলের চেষ্টা ঠেকিয়ে দিল জরুরি সেবা নম্বর ৯৯৯। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসান (২৮), মো. রেজাউল করিম (৩২), হুমায়ুন কবির (৩২) ও মো. সুমন (২৮)।

- Advertisement -google news follower

শনিবার (২৫ জানুয়ারি) রাতে বায়েজিদের স্টার হাউজিং আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে অক্সিজেন স্টার হাউজিং আবাসিক এলাকায় প্রবাসী নুরুল কবির চৌধুরীর ৪/এ আবাসিক প্লটটি দখল করতে যায় স্থানীয় সাবেক কাউন্সিলর মো. শফিকুল ইসলাম শফি ও তার ভাই মো. হাসানুল ইসলাম জীবনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী। এসময় ভূমির মালিক বাধা দিলে তার উপর হামলার চেষ্টা করে তারা।

- Advertisement -islamibank

একটি ফোনে রক্ষা পেল প্রবাসীর প্লট

তাৎক্ষণিক ভূমির মালিক জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বায়েজিদ থানার ওসি প্রিটন সরকারকে বিষয়টি জানায়। এরপর ওসির নির্দেশে এসআই সুমন ও এসআই হেলাল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে মো. হাসান, মো. রেজাউল করিম, হুমায়ুন কবির ও মো. সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার জানান, রাতে প্রবাসী নুরুল কবিরের আবাসিক প্লট দখলের খবর পেলে আমি ফোর্স পাঠাই। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM