মির্জাপুলের বস্তিতে আগুন লাগার নেপথ্যে কারা?

নগরের মির্জাপুলের বস্তিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সপ্তাহের ব্যবধানে একই দিনে প্রায় একই সময়ে আগুন লাগায় এটি কারো ইশারায় হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

- Advertisement -

গত ২৪ জানুয়ারি আগুনে প্রায় ৩০০টির মতো ঘর পুড়ে যায়। এর মাত্র ১০ গজ দূরে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সোয়া ১০টার দিকে লাগা আগুনে বাকি ৭০টির মতো ঘর পুড়ে গেছে।

- Advertisement -google news follower

মির্জাপুলের বস্তিতে আগুন লাগার নেপথ্যে কারা?

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিনজানান, খবর পেয়ে ৪টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -islamibank

এদিকে এক সপ্তাহের ব্যবধানে একই দিন ও সময়ে আগুন লাগার ঘটনাকে নিছক কাকতালীয় নয় বলে মনে করছেন  স্থানীয়রা।

তারা বলেছেন, এ বস্তিতে নিম্ন আয়ের মানুষ বাস করেন। বস্তি উচ্ছেদের জন্যই কেউ ষড়যন্ত্র করে এমনটি করছে। আগুনে এ পরিবারগুলোর আর কিছুই অবশিষ্ট নেই। তারা পুরো ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM