এসএসসি: চট্টগ্রাম বোর্ডে প্রথমদিনে অনুপস্থিত ৪০০, বহিষ্কৃত ২

বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্যদিয়ে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪০০ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অসদুপায়ের দায়ে খাগড়াছড়ি দিঘীনালার বাবুছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বহিষ্কৃত হয়েছে ২ জন ।

- Advertisement -

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জয়নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -google news follower

এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের  অধীনে   পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৪ হাজার ৯০ জন।  যার মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮২১ জন এবং ছাত্রী সংখ্যা ৭৮ হাজার ২৯৭ জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন,  চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪০০ জন এবং অসদুপায়ের দায়ে  বহিষ্কৃত হয়েছে ২ জন পরীক্ষার্থী।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM