ঢামেকে নেওয়া হয়েছে দগ্ধ ৩ কারখানা শ্রমিককে

নগরের আগ্রাবাদ এলাকায়ে একটি কারখানায় গ্যাস  সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছে।

- Advertisement -

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোগলটুলি এলাকার আর.বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে  এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

দগ্ধরা হলেন, সদরঘাট থানার কমার্স কলেজ রোডের কাটা বটগাছ এলাকার মৃত আমির হোসেন ভুইয়ার ছেলে শাহাদাত (৫৫), চৌমুহনীর মতিয়ার পুল এলাকার নুরুল ইসলামের ছেলে মো.  মিজান (৩৮) এবং কাটা বটগাছ এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে মাওলা (৫০)।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে  ভর্তি করা হয়। কিন্তু তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জয়নিউজকে বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে গোলাম মাওলার অবস্থা আশংকাজনক। অন্য দুজনের শরীর ৪০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের  ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জয়নিউজকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওয়ার্কশপের কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত ৩জনকে  উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM