আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে একজন প্রবাসী বাংলাদেশির শরীরে করোনা ভাইরাস ‘কভিড-১৯’পাওয়া গেছে। ওই বাংলাদেশির নাম প্রকাশ করা না হলেও তিনি ৩৯ বছর বয়সী বলে জানা গেছে।

- Advertisement -

দেশটিতে আরও দুইজনের শরীরে নতুন করোনা ভাইরাস ধরা পড়েছে, যাদের মধ্যে ওই বাংলাদেশিও রয়েছেন।

- Advertisement -google news follower

তাঁর অবস্থা বর্তমানে ‘স্থিতিশীল’বলে জানিয়েছেন আমিরাতের চিকিৎসকরা।

সব মিলিয়ে আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জন বলে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

- Advertisement -islamibank

নতুন দুই রোগীর মধ্যে একজন ৩৪ বছর বয়সী একজন ফিলিপিনো এবং অন্যজন ৩৯ বছর বয়সী বাংলাদেশি।

এক চীনা রোগীর সরাসরি সংস্পর্শে থেকে তারা রোগটিতে আক্রান্ত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত ছাড়াও সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানা গেছে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM