আইইবি’র চেয়ারম্যান প্রবীর ও সম্পাদক আলম নির্বাচিত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের (আইইবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন চেয়ারম্যান ও প্রকৌশলী এসএম শহিদুল আলম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

- Advertisement -

এছাড়া ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) পদে চট্টগ্রাম সিটি করপোরেশনের অতি. প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) পদে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু নির্বাচিত হয়েছেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম কেন্দ্রের স্থানীয় কাউন্সিল সদস্যরা হলেন-প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জুয়েল, প্রকৌশলী সৈয়দ ইকবাল পারভেজ, প্রকৌশলী গিয়াস ইবনে আলম, প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী মো. কেনোয়ার হোসেন, প্রকৌশলী উজ্জল কুমার মোহন্ত, প্রকৌশলী ইফতেখার আহমেদ, প্রকৌশলী কেএম রুকুনুজ্জামান, প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, প্রকৌশলী গোলাম কিবরিয়া শাকিল, প্রকৌশলী সাইফুদ্দিন, মো. ফোরকান চৌধুরী, প্রকৌশলী তৌকির আহমেদ চৌধুরী, প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, প্রকৌশলী লুৎফি জাহান, প্রকৌশলী এএসএম নাসিরুদ্দিন চৌধুরী, প্রকৌশলী সুভাষ চক্রবর্ত্তী, প্রকৌশলী অসীম সেন, প্রকৌশলী ইউসুফ শাহ সাজু, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী দেবব্রত দাশ, প্রকৌশলী রিটন কুমার দাশ, প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন, প্রকৌশলী একেএম সাইফুল ইসলাম ও প্রকৌশলী মো. নুরুল আবছার।

এদিকে চট্টগ্রাম কেন্দ্র হতে কেন্দ্রীয় কাউন্সিল সদস্যরা হলেন-প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. প্রকৌশলী মো. রফিকুল আলম, প্রকৌশলী এম আলী আশরাফ, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নির্বাহীদের মধ্যে ভাইস চেয়ারম্যান (একা.এন্ড এইচ আর ডি) পদে প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং স্থানীয় কাউন্সিল সদস্য ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনও একইসঙ্গে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে নির্বাহী ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. আবুল হাশেম, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী সুমন বসাক, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রকৌশলী আব্দুল কাদের গণি এবং সম্পাদক (অর্থ) পদে প্রকৌশলী এএসএম রেজাউন্নবী এবং নির্বাহী সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM