রেজাউল-শাহাদাতসহ বৈধতা পেলেন ৭ মেয়র প্রার্থী

যাচাই-বাচাই শেষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ৯ প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র  বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

- Advertisement -

রোববার (১ মার্চ) নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বৈধ মেয়র প্রর্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকতারা।

- Advertisement -google news follower

মেয়র পদে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্টের প্রার্থী এমএ মতিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির আবুল মঞ্জুর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী ও মো. তানজির আবেদীনের মনোনয়ন বাতিল করা হয়।

- Advertisement -islamibank

ঘোষিত তফসিল অনুযায়ী, চসিক নির্বাচনে ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, পরদিন ৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

জয়নিউজ/কাউছার/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM