শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মোদী

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

- Advertisement -

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তিনি প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।

- Advertisement -google news follower

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এক টুইটে ফাইল ছবি দিয়ে মোদী লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। বাংলাদেশের উন্নয়নে তার সাহসিকতা ও অবিস্মরণীয় অবদানের জন্য তিনি চিরজীবী থাকবেন।

তিনি আরো লেখেন ‘আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এক ভিডিওর মাধ্যমে আমিও যুক্ত থাকবো,’ লেখেছেন ভারতের প্রধানমন্ত্রী।’

- Advertisement -islamibank

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিধায়করা।

শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মোদী | resize 1

মঙ্গলবার (১৭ মার্চ) বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিধায়করা জাতির জনককে স্মরণ করেছেন।
এরপর বিধানসভার স্পিকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণ দেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM