করোনা আতঙ্কের মাঝে ৩ আসনে উপনির্বাচন শুরু

দেশব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই তিনটি আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। উপ-নির্বাচনি এলাকাগুলো হলো- ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ সংসদীয় আসন।

- Advertisement -

শনিবার (২১মার্চ) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এ ভোট বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

- Advertisement -google news follower

উল্লেখ্য, তিনটি আসনের মধ্যে ঢাকা-১০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

ইসি সচিব মো. আলমগীর করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই ভোটের আয়োজনের বিষয়ে বলেন, ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার থাকছে। ভোটার ভোট দেওয়ার আগে হাত ধুয়ে ভোট দেবেন। ভোট দিয়ে আবার হাত ধুবেন। এছাড়া কেউ যদি করোনায় আক্রান্ত আছেন বলে মনে করেন, তাকে ভোটকেন্দ্রে না আসার জন্য পরামর্শও দিয়েছেন তিনি।

- Advertisement -islamibank

এদিকে ইভিএমে ভোট হলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘ইভিএম মেশিনে ভোট দেওয়ার ক্ষেত্রে একই মেশিনে অসংখ্য মানুষের আঙুলের চাপ পড়ে। এ কারণে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি ইভিএম মেশিনে ভোট দেন তাহলে তার মাধ্যমে এটি অনেকের মাঝে সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হবে।’

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM