সৌদি আরবে সান্ধ্য আইন জারি

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরবে সান্ধ্য আইন ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২১ দিনের জন্য এ সান্ধ্য আইন জারি থাকবে। রোববার দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই সান্ধ্য আইন জারির আদেশ দেন।

- Advertisement -google news follower

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে কারফিউ শুরু হয়ে চলবে পরদিন সকাল ৬টা পর্যন্ত।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, রোববার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জন। এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। কমিউনিটি যোগাযোগের মাধ্যমে মানুষ আক্রান্ত হচ্ছেন উল্লেখ করে মো. আল আবদেল জনগণকে ঘরে থাকার ও অন্যদের সঙ্গে না মেশার আহ্বান জানান।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM