নবজাতকের নাম ‘করোনা’

হালে বিশ্বে আতঙ্কের নাম ‘করোনা’। ভয়ঙ্কর এ ভাইরাস ইতোমধ্যেই কেড়ে নিয়েছে প্রায় ১৯ হাজার মানুষের প্রাণ। বাংলাদেশেও ইতোমধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।

- Advertisement -

করোনা নিয়ে যখন চারদিকে আতঙ্ক ঠিক সেই সময় এক নবজাতকের নাম রাখা হলো ‘করোনা’। ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরে ঘটেছে এ ঘটনা।

- Advertisement -google news follower

ভারতে ‘লকডাউন’ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গোরক্ষপুরের সোগাহুরা গ্রামের এক নারীর প্রসব যন্ত্রণা ওঠে। পরিবারের লোকজন তাকে গোরক্ষপুর শহরের মহিলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। এরপরই পরিবারের সদস্যরা তার নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন।

- Advertisement -islamibank

নবজাতকের কাকা নীতেশ ত্রিপাঠি বলেন, করোনাভাইরাস মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবে আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এ শিশু।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM