করোনায় আরও ২৭৮৯ জনের মৃত্যু

করোনাভাইরাসের ছোবলে বিশ্বব‌্যাপী গত ২৪ ঘণ্টা আরও দুই হাজার সাতশ ৮৯ জনের মৃত‌্যু হয়েছে। এর মধ‌্যে স্পেনে সর্বাধিক ৭১৮ জনের মৃত‌্যু হয়েছে। ফলে কোভিড-১০ রোগে বিশ্বব‌্যাপী ২৪ হাজারের বেশি মানুষের মৃত‌্যু হলো।

- Advertisement -

শুক্রবার (২৭ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ‌্যমগুলো জানিয়েছে, কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত‌্যু হয়েছে স্পেনে। যার মাধ‌্যমে একদিনে সবচেয়ে বেশি মৃত‌্যুতে ইতালিকে ছাড়িয়ে গেলো স্পেন। তবে একই সময়ে ইতালিতেও কম মানুষের মৃত‌্যু হয়নি। দেশটিতে মারা গেছেন ৭১২ জন।

- Advertisement -google news follower

ফ্রান্সে মৃত‌্যু হয়েছে ৩৬৫ জনের। দেশটিতে মোট মৃতের সংখ‌্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৯৬ জনে। যুক্তরাষ্ট্রে মৃত‌্যু হয়েছে ২৬৮ জনের। তবে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ‌্যায় দেশটি অন‌্যদের ছাড়িয়ে গেছে। সেখানে মোট ৮৫ হাজার ৩৩৭ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। যেখানে ভাইরাসের শনাক্তস্থল চীনে এ সংখ‌্যা ৮১ হাজারের কিছু বেশি।

এদিকে ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ২১ দিন জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামপসা।

- Advertisement -islamibank

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন ২৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সোয়া পাঁচ লাখের বেশি মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সোয়া এক লাখ মানুষ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM