দেশে ৯০ চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রাণঘাতি করোনাভাইরাসে দেশে এ পর্যন্ত ৯০ চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন ঢাকায়।

- Advertisement -

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এ তথ্য জানান।

- Advertisement -google news follower

ডা. নিরূপম দাশ বলেন, আক্রান্ত ৯০ চিকিৎসকের মধ্যে বর্তমানে একজন আইসিইউতে আছেন। হাসপাতলে ভর্তি রয়েছেন ৫২ জন। সুস্থ হয়েছেন তিনজন। বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে একজনের।

ডা. নিরূপম দাশ আরো বলেন, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায়। এখানে ৫০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে ১২ জন, ময়মনসিংহে সাত জন, গাজীপুরের কালিগঞ্জে ছয়জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। বাকিরা অন্যান্য জেলার।

- Advertisement -islamibank

এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ আসা ৩০০ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টাইনে আছেন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM