টাইগারপাসে ৪ সেকেন্ডে করোনামুক্ত

নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ের সামনে অটো স্যানিটাইজিং চেম্বার বসালেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ চেম্বারের ভেতর দাঁড়ালে স্বয়ংক্রিয় স্প্রের মাধ্যমে মাত্র চার সেকেন্ডে নিজেকে জীবাণুমুক্ত করা যাবে।

- Advertisement -

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ বর্ষের ছাত্র আবু আদনানের নেতৃত্বে ছয় শিক্ষার্থী এই অটো স্প্রে চেম্বারটি তৈরি করেছেন। ‘অটো ডিসইনফেকশান চেম্বার’ নামের এ স্বয়ংক্রিয় চেম্বারটি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ চেম্বারটি উদ্বোধন করেন।

এসময় মেয়র বলেন, চসিকে নানা শ্রেণির লোকজন যাতায়াত করেন। এ ক্রান্তিকালে যেকোনো ভাবেই করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই কার্যালয়ের প্রবেশমুখে এ জীবাণুনাশক স্প্রে চেম্বার বসানো হয়েছে। চসিক কর্মকর্তা-কর্মচারী বা জনসাধারণ এর ভেতর দিয়ে প্রবেশ করে চার মিনিট অবস্থান করলে জীবাণুধ্বংসকারী রাসায়নিকের মিশ্রণ স্বয়ংক্রিয় ভাবে স্প্রে হবে। এতে শরীরে থাকা যেকোনো ধরনের জীবাণু ধ্বংস হয়ে যাবে।

- Advertisement -islamibank

চুয়েট শিক্ষার্থী আবু আদনান বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটো ডিসইনফেকশান চেম্বারটি সার্বক্ষণিক সক্রিয় রাখা হবে। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে। চেম্বারে প্রবেশের দুই সেকেন্ডের মধ্যে ক্লোরিন মিশ্রিত দ্রবণ স্প্রে শুরু হবে। তবে গায়ে পিপিই পড়া অবস্থায় চেম্বারে প্রবেশ করতে হবে। মিশ্রণের রাসায়নিক পদার্থ সরাসরি গায়ে পড়লে তাতে হাঁচি শুরু হতে পারে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM