বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২ লাখ ছুঁইছুঁই

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এই পর্যন্ত এক লাখ ৯৭ হাজার দুইশ ২৯৭ জন মারা গেছে। এছাড়া এদের মধ্যে আট লাখ ছয় হাজার আটশ ৯৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

- Advertisement -

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৫৩ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

- Advertisement -google news follower

ওই সংস্থার তথ্যানুযায়ী, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩১ হাজার ৫১৩ জন। এদের মধ্যে ১৭ লাখ ৬৮ হাজার সাতশ ৯৮ জনের রয়েছে মৃদু সংক্রমণ। তবে ৫৮ হাজার পাঁচশ ২৪ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা নয় লাখ ২৫ হাজার ৩৮ জন। মারা গেছে ৫২ হাজার একশ ৮৫ জন। স্পেনে করোনা রোগীর সংখ্যা দুই লাখ ১৯ হাজার সাতশ ৬৪ জন। মারা গেছে ২২ হাজার পাঁচশ ২৪ জন।

- Advertisement -islamibank

বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে চার হাজার ছয় ৮৯ জন। এদের মধ্যে মারা গেছে একশ ৩১ জন। এছাড়া সুস্থ হয়েছে ১১২ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM