সিরিয়ায় ফের তেল ট্যাংকার হামলায় নিহত ৪০

সিরিয়ার উত্তরাঞ্চলের আফরিন শহরে ফের তেল ট্যাংকার হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৯ এপ্রিল)শহরটির একটি ব্যস্ত সড়কে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় আরো ৪৭ জন আহত হয়।

- Advertisement -google news follower

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার না করলেও তুরস্কের দাবি, এর হামলার সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত।

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্ক ও অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে মনে করে।

- Advertisement -islamibank

সিরিয়ান কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM