ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে

চলতি বছরের শেষ দিকে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করবে যুক্তরাষ্ট্র, ডাক্তারদের সঙ্গে কথা না বলেই কদিন আগে দৃঢ়কণ্ঠে এ দাবি জানান ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -

এবার ‘ডাক্তারদের কথায় আস্থা রেখে’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

- Advertisement -google news follower

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ লাখের বেশি মানুষ। ৭৮ হাজার ছাড়িয়েছে মৃত্যু। সম্প্রতি করোনার চিকিৎসায় রেমডেসিভির অনুমোদন দিলেও টিকা আবিষ্কারে কাজ করে যাচ্ছেন গবেষকরা। এরই মধ্যে ট্রাম্প মন্তব্য করলেন, করোনা দূর করতে ভ্যাকসিন লাগবে না। আপনাআপনিই বিদায় নেবে প্রাণঘাতী ভাইরাস।

শুক্রবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে এই মন্তব্যের পেছনে চিকিৎসকদের ভূমিকার কথা বলেছেন ট্রাম্প, ‘ডাক্তাররা যা বলেছে, আমি কেবল তাতে আস্থা রেখেছি। তারা আমাকে জানিয়েছে, করোনা বিদায় নিতে যাচ্ছে।’

- Advertisement -islamibank

প্রতিষেধক আবিষ্কারের অগ্রগতি নিয়ে এক প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে আমার অনুভূতি অনেকটাই টেস্টের মতো। কোনো ভ্যাকসিন ছাড়াই এটা বিদায় নিতে যাচ্ছে। এটা দূর হবে এবং আমরা আবার কখনো একে দেখতে পাবো না। আশা করি নির্দিষ্ট একটা সময় পর এটা চলে যাবে।’

ট্রাম্প আরো যোগ করেছেন, ‘কিছু ভাইরাস কিংবা ফ্লু এসেছিল যেগুলোর জন্য ভ্যাকসিন খোঁজা হচ্ছিল। ভ্যাকসিন পাওয়া যায়নি। কিন্তু তারপরও তারা (ভাইরাস) গায়েব হয়ে গেছে, আর কখনো দেখা দেয়নি। সবকিছুর মতো তারাও মারা যায়।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM