চট্টগ্রামে নমুনার সঙ্গে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে

চট্টগ্রাম বিভাগে নতুন করে ১০৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তাঁদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭৬ জন ও উপজেলার ৬ জন। ভিন্ন জেলার ২৩ জন রয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামের করোনা পরীক্ষার ৩ ল্যাবে ৪৪০ নমুনা পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়।

- Advertisement -google news follower

বিআইটিআইডি ল্যাবে আক্রান্তদের মধ্যে নগরের ২৫ জন। এছাড়া রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ড উপজেলায় একজন করে রয়েছেন।

চমেক ল্যাবে নগরের ৪৯ জন, সন্দ্বীপ ১,পটিয়ার ২ ও হাটহাজারী এলাকার একজন করোনা শনাক্ত হয়েছেন।

- Advertisement -islamibank

সিভাসুর ল্যাবে করোনা শনাক্তদের মধ্যে নগরের দামপাড়া পুলিশ লাইন ও ফিল্ড হাসপাতালে একজন করে রয়েছেন।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩৯ নমুনায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে লোহাগাড়ায় ৪ জন ও সাতকানিয়ার ১ জন।

মঙ্গলবার রাতে এসব তথ্য জয়নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM