চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসান (৪২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

- Advertisement -

বুধবার (৩ জুন) দুপুর একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

- Advertisement -google news follower

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম  বলেন, তার শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর চমেক হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। পরে আজ সকালে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে। বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন ওই চিকিৎসক। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM