চালু হলো চসিকের ২ করোনা টেস্টিং বুথ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত ৬টি করোনাভাইরাস টেস্টিং বুথের মধ্যে ২টি বুথ চালু করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এ বুথ দুটি উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

এসময় মেয়র বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমাদের দৈনন্দিন কাজ করতে হবে। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে করোনা মোকাবেলায়।

চালু হওয়া কর্নেলহাট টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা ফৌজদারহাটের বিআইটিডি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের করোনা টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। বুথ দুটিতে নমুনা সংগ্রহের সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা। পর্যায়ক্রমে বাকি বুথগুলো চালু করা হবে।

- Advertisement -islamibank

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন রেজা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা, সেলিম আকতার চৌধুরীসহ ব্রাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM