লোকালয়ে অজগর!

খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে একটি অজগর সাপ। পরে তা ধরা পড়ে যুবকের হাতে। বুধবার (২৪ জুন) হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন নামে এক যুবক তার মাছের প্রজেক্ট থেকে অজগর সাপটি ধরে।

- Advertisement -

সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। যার ওজন ১৮ কেজির মতো। খবর পেয়ে এলাকার শত শত স্থানীয় জনতা অজগর সাপটিকে দেখতে ভীড় করতে দেখা গেছে।

- Advertisement -google news follower

প্রজেক্টের কর্মরত এক কর্মচারী জয়নিউজকে বলেন, বুধবার বিকেল ৫টায় মাছের খাবার দেওয়ার জন্য প্রজেক্টে আসি। এ সময় অজগর সাপটি নাড়াচড়া ও হঠাৎ ফোঁস-ফোঁস আওয়াজ করতে দেখে আমরা ভয় পেয়ে যাই। পরে কৌশলে সাপটিকে ধরে বস্তা বন্দি করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এর কাছে নিয়ে যাই।

পরে ইউএনও বন বিভাগের কর্তাদের কাছে অজগর সাপটি হস্তান্তর করেন। বন বিভাগের কর্তারা পৌরসভার পশ্চিমে সাপটি তাদের সংরক্ষিত গভীর বনে অবমুক্ত করেন বলে নিশ্চিত করেছেন হাটহাজারী ১১ মাইলস্থ ফরেস্ট বিটের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া।

জয়নিউজ/তালেব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM