পরিস্থিতি দেখতে লাদাখে মোদি

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার (৩ জুলাই) সকালে লাদাখে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ জুন চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। ওই ঘটনার পর লাদাখের গালওয়ান উপত্যকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সীমান্তের অবস্থা খতিয়ে দেখতেই আজ সকালে লেহ সেনা ঘাঁটিতে যান মোদি।

- Advertisement -google news follower

এর আগে গত রোববার এক ভাষণে মোদি জানান, লাদাখে চীনকে উপযুক্ত জবাব দিয়েছিল ভারত। তিনি বলেছিলেন, ‘লাদাখে ভারতীয় ভূখণ্ডের দিকে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমনই শত্রুদেরও জবাব দিতে পারে। আমাদের সাহসী সেনারা বুঝিয়ে দিয়েছে, ভারত মাতাকে কলঙ্কিত করার অধিকার তারা কাউকে দেবে না।’

ভারত সেনাবাহিনীর দাবি, ওই দিনের ঘটনায় ৪৫ জন চীনা সেনা হতাহত হয়েছে। যদিও চীন তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে সবসময় চুপ থেকেছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM