বিদেশে যেতে পারবেন না রিজেন্ট চেয়ারম্যান সাহেদ

করোনা চিকিৎসার নামে প্রতারণা অভিযোগে মামলা দায়েরের পর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

- Advertisement -

এনিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে ইমিগ্রেশন পুলিশকে।

- Advertisement -google news follower

পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি জানান, সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসার নামে প্রতারণায় করা এক মামলার প্রধান আসামি সাহেদ। এ অবস্থায় অভিযুক্ত সাহেদ যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশন পুলিশকে অবগত করা হয়েছে চিঠিতে।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করা, ভুয়া রিপার্ট দেওয়াসহ বিভিন্ন অপরাধের দায়ে গত ৭ জুলাই সাহেদসহ ২৬ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র‌্যাব।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM