করোনাকালেও অদম্য ‘বোধন’

করোনার কারণে বন্ধ স্বাভাবিক কার্যক্রম। কিন্তু তাই বলে তো থেমে থাকা নয়। তাইতো অদম্য ‘বোধন’ করোনাকালেও চালিয়ে যাচ্ছে তাদের কর্মযজ্ঞ।

- Advertisement -

করোনার এই কঠিন সময়েও অনলাইনে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। পাশাপাশি অনলাইনে ধারাবাহিকভাবে আয়োজন করছে অনুষ্ঠানও। এই ধারাবাহিকতার অংশ ‘কবিতায় কথা কই’।

- Advertisement -google news follower

৭ জুলাই থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ আয়োজন শেষ হয় ১০ জুলাই। প্রতিদিন বিকেল ৫টা থেকে বোধনের ফেইসবুক পেইজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে একযোগে অনুষ্ঠিত হয় কবিতায় কথা কই-এর ২০০তম পর্ব।

চার দিনের এ অনলাইন আয়োজনে সংগঠনের ১৮০ জন আবৃত্তিশিল্পী একক আবৃত্তি করেন। যার মধ্যে রয়েছেন ফাহমিদা এলাহী পলি, সুচন্দা ঘোষ চৌধুরী, শিমুল নন্দী, প্রবীর পাল, সিন্টু কুমার চৌধুরী, প্রণব চৌধুরী, মৌমিতা চৌধুরী, রাশেদা খানম, জাফরিন জালাল, আইভী ট্রিপল্যান্ড টুম্পা, জাভেদ হোসেন, সায়রা শাহীদ, শাওন ইসলাম, ফারহানা চৌধুরী জলি, মিতালী রায়, অনুপম পাল, হিন্দোল রায়, রাজিউর রহমান বিতান, মাইনুল আজম চৌধুরী, শারমিন মৃত্তিকা, অসীম দাশ, রনি চৌধুরী, আফরোজা নিরু, হোসনে আরা তারিন, জিকো সরকার, আরিফুন্ নেছা সিদ্দীকা, রীমা দাশ, সঞ্জয় বিশ্বাস, নিশি চৌধুরী জুঁই, মো. জাহিদুল ইসলাম, মাকসুদা বেগম রুমা, সেহেলী হাসনাত, রমিজ বাবু, ইতু সাহা, এ্যানি গুহ, তারমিন পুষ্পা, তানহা ইসলাম স্নিগ্ধা, আনিকা জেরিন চৌধুরী, নুসরাত জাহান রিনি, পৃথুলা চৌধুরী, তহুরা পিংকি, মাশতুরা মেহরীন স্নেহা, মেঘা সেন, শান্তুনু বড়ুয়া, হিমানী মজুমদার, তামজিদ রিদোয়ান রাফি, মৃত্তিকা চক্রবর্ত্তী, অর্পিতা দাশ, রিয়া চৌধুরী, অরিত্র রোদ্দুর ধর, মুমতাহিনা তাবাস্সুম মালিহা, শিমলা চক্রবর্তী, অর্পিতা চৌধুরী, দীপা দাশ, ফাইরুজ অরিন, অনুপমা রক্ষিত তরী, বিনীতা ঘোষ, আদিদেব চৌধুরী, আনুস্মিতা দাশ, ঋদ্ধি সাহা, প্রিয়ন্তী বড়ুয়া, নাফিম আহমেদ, প্রীতিকা ধর, দীপান্বিতা বড়ুয়া, রুদ্রজিৎ মজুমদার, যাওয়াদ-আল-আহনাফ, স্বর্ণয় দত্ত, রায়ান চক্রবর্তী, সিবরান শারিক, রাজন্যা প্রাচী, প্রতিযশ দে, প্রার্চুয্য চৌধুরী, আহনাফ সাদিদ হোসেন, অরণ্য রিশপ ধর, , মিথিলা দাশ, শায়লা ইসলাম, নাফিস মুরসালিন নিবিড়, পৃথ্বী সাহা, আরমান আজাদ, সিফাত-ই-নূর রুহি, প্রিয়ন্তী চৌধুরী, লিপিকা দাশ, মো. আবু নাঈম, দেবলীনা চৌধুরী, ঝলক কুমার শীল, তুলি মুৎসুদ্দী, সৈয়দা সাজিয়া মেহেরাজ, প্রিয়ন্তি বণিক, তন্বী দাশ, রাশেদ চৌধুরী, তৃষ্ণা দে, শাম্ভবী শুভা দাশ, প্রতিকাশ দে, প্রাচী দাশ, সৌম্য সরকার, ওয়াসিযা নায়েরা চৌধুরী, সৈয়দ মুমতাহিন সালাম সিনান, ঐশ্বরিয়া দে, নিলাদ্রী দেওয়ানজী, আদিত্রি ভট্টাচার্য, অরনিক সাহা, অঙ্কিতা চৌধুরী, স্নেহেন্দু বণিক, জারা বিনতে মাহমুদ, যুবরাজ ধর প্রণয়, সুদীপা সাহা, ঝিল মজুমদার, হামিমা জামিল রুমা, প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা, মো. তাওহীদ রইস, লাভলী বড়ুয়া, ফাল্গুনী চৌধুরী, তিলক দে, সৈয়দা সাদিয়া নিশাত, এমিলী দাশ, জয়শ্রী মজুমদার জয়া , রোজী দাশ, কাজী মো. শিহাবুদ্দীন, রুম্পা ঘোষ, বিজেত্রী বসাক, খালেছা খানম, নীল মজুমদার, শ্রীজিতা দাশগুপ্তা (প্রজ্ঞা), অনুজ আইচ, শ্রেয়া দাশ, যেবা সামিহা, তনুশ্রী দে, প্রেমজিৎ মজুমদার, শুদ্ধতা বড়ুয়া, দুর্দানা মারজান, ঐশাণী শুভা দাশ, তাজওয়াত হাসনাত এলমান, নিশিতা দেওয়ানজী, স্মরণ ধর, শামরীন আহমেদ, লাবণ্য দেব শ্রেয়া, ওঙ্কার দে, আদ্রিকা চৌধুরী, সুতপা মজুমদার, যশস্বী বণিক, এ.এসএম এমরান, অ্যাঞ্জেলা আকাঙ্ক্ষা, লিয়ানা মাহফুজ, কেয়া চক্রবর্তী, ইসরাত জাহান মৌ, যারীন সুবাহ্, মোহিনী সংগীতা সিংহ, দারুল মোকাম, মারজুকা সুলতানা, হৈমনতী তালুকদার, শাহিদা নূও, ছোঁয়া ভৌমিক, রমিজ বাবু, অভ্যর্থনা দাশ, প্রত্যুষা প্রভাশ্রী, কিফায়াত কবির উৎস, অনোমা অন্তিকা বড়ুয়া, তুশফিকা কিফায়েত কিবরিয়া, মুমতাহিনা মনজুর মেধা, অভিজিৎ দেব পার্থ, সুপ্রিয়া সরকার, রাজশ্রী সেন, মৃত্তিকা বৈদ্য, দেবস্মিতা চৌধুরী দিঘী, সৃজিতা রায়, সাগর বিশ্বাস, মৃত্তিকা বড়ুয়া মুমু, আরজু সেন শ্লোক, তানহা তাবাস্সুম ও সৌরদীপ শীল।

- Advertisement -islamibank

বিশাল এ আয়োজনে সার্বিক সহায়তা করেন মাইনুল আজম চৌধুরী, রমিজ বাবু, জাহিদুল ইসলাম, সুতপা মজুমদার, এ্যানি গুহ, হোসনে আরা তারিন, ইতু সাহা, যসশ্বী বণিক, মৃত্তিকা চক্রবর্তী, তূর্ণা দাম, পৃথুলা চৌধুরী, তারমিন পুষ্পা ও দেবলিনা চৌধুরী। ভিডিও সম্পাদনায় ছিলেন সন্দীপন সেন একা। সমন্বয়ক ও সহসমন্বয়কের দায়িত্বে ছিলেন যথাক্রমে বোধনের অনুষ্ঠান সম্পাদক আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন এবং অর্থ সম্পাদক আবৃত্তিশিল্পী অসীম দাশ।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM