অসাম্প্রদায়িক চেতনায় উপহার দিল পটিয়া ক্লাব

করোনাভাইরাস উপলক্ষে অসাম্প্রদায়িক চেতনায় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত ও বিহারের ভান্তেদের উপহার দিল পটিয়া ক্লাব।

- Advertisement -

শুক্রবার ( ১৭ জুলাই) দুপুরে উপহার সামগ্রী  বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া ক্লাবের সহসভাপতি জালাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া সহকারী কমিশনার ভূমি ইনামুল হাসান।

ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার কামাল রাজিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক নুরুল হাসান সেলিম, কার্যকরী পরিষদ সদস্য এযার মুহাম্মদ চৌধুরী।

- Advertisement -islamibank

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগার সম্পাদক শফিকুল আলম বশর, কার্যকরী সদস্য আহমদ উল্লাহ, মুহাম্মদ হারুনুর রশীদ ও মুহাম্মদ কামরুল ইসলাম।

প্রধান অতিথি সহকারী কমিশনার বলেন, করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব আজ বিপর্যস্ত। সব পেশার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। এমতাবস্থায অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সবার উচিত এ দুর্যোগ মোকাবেলা করা। তিনি পটিয়া ক্লাবের উদ্যোগে ৩০৬ জন ইমাম, মুয়াজ্জিন, ভান্তে ও পুরোহিতদেরকে অসাম্প্রদায়িক চেতনায় উপহার সামগ্রী দেওয়ার কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন মানব সেবার উপরে কোনো ইবাদত নেই।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM