আরও ভয়ংকর করোনা, বিশ্বব্যাপী একদিনে আক্রান্তের রেকর্ড

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। বরং দিন যত যাচ্ছে ততই ভয়ংকর হয়ে উঠছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। তাতে ভেঙে গেছে আগের সব রেকর্ড

- Advertisement -

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৯ হাজার ২৮ জন মানুষ। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ ৭৮ হাজার ৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়াও ব্রাজিলে ৫৮ হাজার ২৪৯ জন এবং ভারতে ৪৮ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে। এর আগে গত ২৩ জুলাই সর্বোচ্চ ২ লাখ ৭৯ হাজার ৭৬৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল।

- Advertisement -google news follower

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৭৫৩ জন। যদিও সেটা নতুন রেকর্ড নয়। গত ৩০ এপ্রিল একদিনে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ৯ হাজার ৭৯৭ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৪৪৩ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৮০ জন। ভারতে ৪৮ হাজার ৮৯২ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ৯৪৪ জন।

- Advertisement -islamibank

বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৬৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৪১ হাজার ৮৬৮ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM