সাবেক স্ত্রীকে জড়িয়ে ভুয়া সংবাদ, আইনি লড়াইয়ে অপূর্ব

সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিকে নিয়ে ‘এক দুর্নীতিবাজ ব্যক্তির অবৈধ সম্পর্কের জেরে বিবাহ-বিচ্ছেদ হয়েছে’বলে বেশকিছু নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসতেই চটেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

- Advertisement -

ঘোষণা দেন আইনি ব্যবস্থা নেয়ার। ভুয়া সংবাদ প্রকাশ করা নিউজ পোর্টালের বিরুদ্ধে শনিবার (২৫ জুলাই) দুপুরে উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেন অভিনেতা অপূর্ব।

- Advertisement -google news follower

এনিয়ে ফেসবুকে নিজের ওয়ালে অপূর্ব লেখেন, ‘গত ২২ জুলাই কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। ইতোমধ্যে প্রায় সবাই জেনে গেছেন সে ব্যাপারে আমি ওই সব অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘোষণা দেই। সেই প্রেক্ষিতে অদ্য দুপুরে আমি পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে এই নিউজের বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।’

তিনি আরও লেখেন, ‘আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। অতএব অনলাইনে মিথ্যা, অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত সংবাদ প্রকাশের জন্য আমি সাইবার আইনের মাধ্যমেই ব্যবস্থা নিচ্ছি। সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় আমি অভিযোগ দায়ের করলাম।’

- Advertisement -islamibank

‘আমি বিশ্বাস করি ন্যায়বিচার পাব। সেই সঙ্গে এ ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যও আইন প্রয়োগকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM