এভাবেও হারতে পারে অস্ট্রেলিয়া!

লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না, ১৬৩ রান। শুরুটাও হয়েছিল দুর্দান্ত। ১৪ ওভার শেষেই স্কোরবোর্ডে ১ উইকেটে ১২৪ রান। অর্থাৎ ৩৬ বলে প্রয়োজন ৩৯ রান, হাতে ৯ উইকেট। এরপরও ম্যাচটি হারতে হলো বিশ্বসেরা দলটিকে!

- Advertisement -

ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে এমন কাণ্ড ঘটিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে সাউদাম্পটনে শুরু হওয়া এই ম্যাচে তারা স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে ২ রানে।

- Advertisement -google news follower

প্রথমে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১৬২ রান। আর পুরো ওভার খেলেও ১৬০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। হাতে তখনো রয়ে গেছে ৪ উইকেট!

অথচ এ দিন কি দুর্দান্ত শুরুটাই না করেছিলেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওপেনিং জুটিতেই মাত্র ১০.৫ ওভারে আসে ৯৮ রান! কিন্তু এরপরও কীভাবে এই ম্যাচ হাত ফসকে গেল তা নিয়ে নিশ্চয়ই গবেষণা শুরু করে দিয়েছেন অসিরা।

- Advertisement -islamibank

আগামী ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM