৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন বীর বাহাদুর

বান্দরবানের আলীকদমে পানি সংকট নিরসনসহ সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

- Advertisement -

শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজগুলোর ফলক উন্মোচন করেন।

- Advertisement -google news follower

উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে ৯ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে পানি সংকট নিরসনে সরবরাহ প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে নয়াপাড়া রোয়াম্ভু খালের উপর পিসি গার্ডার ব্রিজসহ এক কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্প এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্প।

এদিকে ফলক উন্মোচনের পর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।

- Advertisement -islamibank

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, পার্বত্যবাসীর পানি সংকট নিরসনে তিন পার্বত্য জেলায় মহাউন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আলীকদমের প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার অর্ধলক্ষাধিক মানুষের পানির সংকট মিটে যাবে। সড়ক যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়নে ইতোমধ্যে বদলে গেছে পাহাড়ের চিত্র। অবহেলিত পার্বত্য জনপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, এলজিইডি নির্বাহি প্রকৌশলী জিল্লুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী সহোরাব হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ ইকবাল ও আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন আকতার।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM