স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

- Advertisement -google news follower

এসময় দণ্ডপ্রাপ্ত ওই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি বাদল দেবনাথ।

জেলা জজ আদালতের সরকারি কৌঁশুলি জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

তিনি জয়নিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত বাদল দেবনাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনধ দেব নাথের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেবনাথ তার নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত বাদল দেবনাথকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানী ও ছয়জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণে আসামি বাদল দেবনাথ দোষী প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার আদালত এ রায় দেন।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM