কাউন্সিলর পদ থেকে বরখাস্ত ইরফান সেলিম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। নৌবাহিনী কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত এবং ভ্রাম্যমাণ আদালতে একবছরের কারাদণ্ড পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে।

- Advertisement -

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগ থেকে কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

- Advertisement -google news follower

ইরফান সেলিমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তুলে ধরে উপসচিব আ ন ম ফয়জুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ইরফানের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বিদেশি মদ পানের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে একবছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM