প্রতি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দেশের প্রতি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে দেশের একশ উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিল্পকলা একাডেমিকে সমৃদ্ধ করার জন্যে রামুতেও প্রতিষ্ঠিত হবে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র। এর ফলে সংস্কৃতিকর্মীরা তৃণমূল পর্যায়ে সংস্কৃতিকে লালন করার ভূমিকা রাখতে পারবেন।

- Advertisement -

বুধবার (২৮ অক্টোবর) রামুতে বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এদিন দুপুর ২টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়িতে প্রতিষ্ঠিত দেশে বৃহৎ ‘ভুবনশান্তি একশ ফুট গৌতম বুদ্ধ মূর্তি’ ও ‘বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র’ পরিদর্শন করেন।

- Advertisement -google news follower

বিহার পরিদর্শনে আসলে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান বুদ্ধ মূর্তির প্রতিষ্ঠাতা ও বিহার অধ্যক্ষ করুণাশ্রী থের, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া। পরে সংস্কৃতি প্রতিমন্ত্রী ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকায় রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ বিহার ‘বড় ক্যাং’ পরিদর্শন করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রামুতে বৌদ্ধদের নান্দনিক স্থাপনাগুলো দেখলেই বুঝা যায়, এ অঞ্চলের সংস্কৃতি ঐতিহ্য কয়েকশ বছর পুরনো। ২০১২ সালে রামুতে দুর্বৃত্তরা বৌদ্ধদের ঐতিহ্যময় বিহার পুড়িয়ে দিয়েছিল। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। দ্রুত ক্ষতিগ্রস্ত বিহারগুলো পুণঃনির্মাণ করা হয়। অক্ষত বৌদ্ধ বিহারগুলো দেখলেই বুঝা যায়, সংস্কৃতির উর্বর অঞ্চল রামু’র ইতিহাস, ঐতিহ্য প্রাচীন।

- Advertisement -islamibank

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, রামু থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রবিউল ইসলাম, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ।

রামুতে বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে সাইমুম সরওয়ার কমল এমপির আমন্ত্রণে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ রামুর ওসমান ভবনে প্রীতিভোজে অংশ নেন। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সংস্কৃতিকর্মী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া, কক্সবাজার জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার প্রমুখ।

জয়নিউজ/খালেদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM