পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে কাজ করছে সরকার

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে কাজ করছে সরকার। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জনগোষ্ঠীদের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের মাধ্যমে পর্যটনের সম্ভাবনাকে আরো ফুটিয়ে তোলা সম্ভব।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, জেলা পরিষদ সদস্য সিংয়ং ম্রো, মোজাম্মেল হক বাহাদুর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট পরিচালক মংনু চিং মারমা।

অনুষ্ঠানে বান্দরবান জেলার ১১টি ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর শিল্পীরা নাচ-গান পরিববেশনা করেন। এছাড়া প্রতিমন্ত্রী ইনস্টিটিউটের পাহাড়িদের সংস্কৃতিসামগ্রী পরিদর্শন এবং বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

- Advertisement -islamibank

জয়নিউজ/আলাউদ্দিন শাহরিয়ার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM