ফটিকছড়ি বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। শুক্রবার (৬ নভেম্বর) অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক চারজন হলো— মো. মোহসিনুল করিম ইরফান (২০), আব্দুর রহিম জিহান (২৩), মো. শাওন (১৮) ও মো. মঈনুল হাসান হারেছ (১৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।