আকবরশাহে অগ্নিদগ্ধ ৬ জনকে পাঠানো হলো ঢাকায়

নগরের আকবরশাহে আগুনে দগ্ধ নয়জনের মধ্যে পেয়ারী বেগম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

- Advertisement -

সোমবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।

- Advertisement -google news follower

তিনি বলেন, দগ্ধ পেয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে পাঠানো হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, রোববার রাতে আকবরশাহের উত্তর কাট্টলি মরিয়ম ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে একই পরিবারের ৭ জন সহ ৯ জন দগ্ধ হয়। পরে তাদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM