বাঁশখালীতে অস্ত্র জমা দিয়ে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ
স্বাভাবিক জীবনে ফিরে আসতে বাঁশখালীতে আত্মসমর্পণ করছেন ৩৪ জলদস্যু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করছেন। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেছে র্যাব-৭ ।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জলদস্যু বাইশ্যা ডাকাত বাহিনীর ৩ জন, খলিল বাহিনীর ২ জন, বাদশা বাহিনীর ৩ জন, জিয়া বাহিনীর ২ জন, কালাবদা বাহিনীর ৪ জন, রমিজ বাহিনীর ১ জন, ফুতুক বাহিনীর ৩ জন, বাদল বাহিনীর ১ জন, দিদার বাহিনীর ১ জন, কাদের বাহিনীর ১ জন, নাছির বাহিনীর ৩ জন এবং অন্যান্য আরো ১০ জন জলদস্যু আত্মসমর্পণ করবেন।
এ অনুষ্ঠানে ৩৪ দস্যু তাদের ৯০টি দেশি-বিদেশি অস্ত্র, ২ হাজার ৫৬ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দিচ্ছেন।
৩৪ জলদস্যু আত্মসমর্পণে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়া এলাকার জেলেরা স্বস্তিতে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জয়নিউজ/পিডি