প্রতিদিন ২৫ কোটি টাকা দান করেন আজিম

ভারতের উইপ্রো সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আজিম প্রেমজি। ২০২০ সালের সমাজসেবী ভারতীয়দের তালিকার শীর্ষে এখন তাঁর নাম।

- Advertisement -

আজিম প্রেমজি তাঁর আয় থেকে প্রতিদিন ২২ কোটি রুপি হিসেবে পুরো বছরে ৭ হাজার ৯০৪ কোটি রুপি দান করেন মানুষদের। বাংলাদেশি অর্থে তাঁর দানের পরিমাণ প্রতিদিন প্রায় ২৫ কোটি টাকা।

- Advertisement -google news follower

সম্প্রতি ভারতের ‘এডেলগিভ হিউরান ইন্ডিয়া’ সংস্থা প্রকাশ করেছে ভারতীয় সমাজসেবীদের তালিকা। সেখান থেকে জানা যায়, করোনা মোকাবিলার জন্য গত এপ্রিল মাসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এক হাজার ১২৫ কোটি টাকা দানের।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনোজলিস সংস্থার শিব নাদার। সমাজসেবার কাজে তিনি ৭৯৫ কোটি রুপি দান করেছেন।

- Advertisement -islamibank

আর এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি রয়েছেন তিন নম্বরে। তিনি দান করেছেন ৪৫৮ কোটি রুপি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM