জুরাছড়িতে নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠীদের সচেতনতার মাধ্যমে নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। জুরাছড়ি উপজেলায় দু’দিনব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা একথা বলেন।

- Advertisement -

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) আয়োজনে জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিউট (বারটান) প্রশিক্ষণ সহায়তায় লিডারীপ এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (নীল) প্রকল্পের সহযোগীতায় ১৫-১৬ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে।

- Advertisement -google news follower

সভায় উপজেলা চেয়ারম্যান বলেন, পার্বত্য অঞ্চলের পুষ্টি ঝুঁকিতে রয়েছে বিশেষ করে শিশু, কিশোর ও গর্ভবতী নারীরা। তাদের যথাযথ পুষ্টি নিশ্চিত না হওয়াই নতুন প্রজ্জমের পুষ্টিহীনতায় বিভিন্ন রোগাগ্রস্থ্য হতে হচ্ছে।

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিনী কুমার চাকমা, দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সম্মিতা চাকমা।

- Advertisement -islamibank

অন্যান্যের মধ্যে এতে অবাসিক মেডিকেল অফিসার এম কামরুজ্জামান, জুম ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী উদ্বাসন চাকমা, স্থানীয় সাংবাদিকসহ প্রাণী সম্পদ, সমাজ সেবা, মহিলা বিষয়ক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, শিক্ষা , জনস্বাস্থ্য প্রকৌশলী, মৎস্য বিভাগের প্রতিনিধি ও কর্মকর্তারাসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/সুমান্তা/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM