মাধ্যমিকে বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী

মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমে বিভাগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের বিভিন্ন প্রস্তাব নিয়ে জবাব দেওয়ার সময় শিক্ষামন্ত্রী একথা জানান।

- Advertisement -

দীপু মনি বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের কারিকুলামের পুরো পর্যালোচনা হচ্ছে। খুব শিগগিরিই চূড়ান্ত রূপটি প্রকাশ করবো। সেখানে কিন্তু আমাদের সব ধরনের শিক্ষাতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা— এই বিভাগগুলো নবম-দশম শ্রেণিতে আর রাখছি না। সব শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের ১০টি বছর শেষ করবে।’

- Advertisement -google news follower

মন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামটি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই তৈরি করা হচ্ছে। তাতে বাংলাদেশের ইতিহাস, আমাদের ইতিহাস-সংস্কৃতিকে মূল উপজীব্য করেই, আমাদের একুশ শতকের চ্যালেঞ্জ ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা করা, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন… বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন, সেই সোনার মানুষ গড়তে কারিকুলাম হবে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM