অনুমতি ছাড়া সভা-সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ

রাজধানীতে সভা, সমাবেশ ও গণজমায়েতসহ নানা কর্মসূচি করতে হলে পুলিশের কাছ থেকে আগেই অনুমতি নিতে হবে। না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইদানিং লক্ষ্য করা হচ্ছে ঢাকা মহানগরীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা সমাবেশ গণজমায়েত এর মতো কর্মসূচির ঘোষণা দিচ্ছে। তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

বিদ্যমান আইনে বৈধ কোন দল বা গোষ্ঠীর সমাবেশের স্বাধীনতাসহ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শৃঙ্খলা বা জনস্বার্থের আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধি-নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে সাধারণ জনগণের সুবিধা অক্ষুন্ন রাখা রাখা হয়েছে। কিন্তু তারপরও অনেকেই আইনের এ ধরনের বিধি-নিষেধ তোয়াক্কা না করেই নানা ধরনের সভা সমাবেশ গণজমায়েত করছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/এসআই

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM