সায়েন্স ফিকশনের প্রচুর পাঠক তৈরি হয়েছে

‘বিশ্বে এখন সায়েন্স ফিকশনের প্রচুর পাঠক তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান বাংলা সাহিত্যেও সায়েন্স ফিকশন অসম্ভব জনপ্রিয়। বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের চর্চা ব্রিটিশ আমল থেকেই শুরু হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক খ্যাতিমান সাহিত্যিক কল্পবিজ্ঞান নিয়ে লিখেছেন।

- Advertisement -

বিজ্ঞান ও সাহিত্য উভয়েই মানুষের কল্যাণে কাজ করে। মানুষ বিজ্ঞান ও সাহিত্য নিয়ে চর্চা করে, গবেষণা করে। কাজেই সাহিত্য ও বিজ্ঞান একে অপরের সহায়ক, পরিপূরক।’

- Advertisement -google news follower

সোমবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার সপ্তম দিন সায়েন্স ফিকশন বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক মোস্তাক আহমেদ।

- Advertisement -islamibank

স্বাগত বক্তব্য দেন কবি ও বিজ্ঞানলেখক আখতারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন বিজ্ঞান লেখক অনিক শুভ। ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফ।

কবি ও প্রাবন্ধিক সাঈদুল আরেফীনের সঞ্চালনায় সেমিনারে অংশ নেন প্রফেসর রীতা দত্ত, গল্পকার বিপুল বড়ুয়া, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর মিঞা, সংগঠক এসএম আব্দুল আজিজ, প্রাবন্ধিক মোহাম্মদ মুসা খান, লেখক কামরুন্নাহার ঝর্ণা, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, সংগঠক সজল দাস, লেখক তানভীর বিপ্লব, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, ছড়াকার নাটু বড়ুয়া।

অন্যন্যের মধ্যে এতে কাঞ্চনা চক্রবর্তী, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, জসীম উদ্দীন খান, কুতুবউদ্দিন বখতেয়ার, সাইফুল্লাহ কায়সার, মিলন নিক, লিটন কুমার চৌধুরী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, প্রাবন্ধিক এসএম মোখলেসুর রহমান, লেখক রফিক আহমদ খান, ছড়াকার তসলিম খাঁ, কবি ফারজানা রহমান শিমু, ছড়াকার সৈয়দা সেলিমা আক্তার, সাংবাদিক আরিফ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইন বাংলা বইমেলার অষ্টম দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়’ শীর্ষক সেমিনার। এতে প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM